মাকে বাঁচাতে সন্তানের আকুতি
প্রকাশিত : ১৯:৫১, ২২ ডিসেম্বর ২০১৭
আলেয়া বেগম (৪৬) নামে একজন মা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এ অবস্থায় নিরুপায় সন্তানরা তাদের মাকে বাঁচাতে সমাজের হৃদয়বান, বিত্তবানদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেছেন। তাদের আকুতি, সবাই সহযোগিতার হাত বাড়ালে তারা তাদের মাকে বাঁচাতে পারবেন।
আলেয়া বেগম রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকার বাসিন্দা। তিনি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. কামারুজ্জামান চৌধুরীর অধীনে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগ প্রথম পর্যায়ে আছে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব। আর এ জন্য প্রয়োজন ২০ লাখ টাকা। নিম্ন মধ্যবিত্ত পরিবারটির পক্ষে এত টাকা জোগার করা সম্ভব নয়।
ইতোমধ্যে পরিবারটি চিকিৎসার জন্য আড়াই লাখ টাকার মত খরচ করেছেন। টাকার অভাবে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যেতে বাধ্য হয়েছেন।
আলেয়া বেগমকে বাঁচাতে মাহায্য ও যোগাযোগ করতে নিম্নের অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন-
*ব্যাংক অ্যাকাউন্ট (ব্যাংক এশিয়া) নম্বর-০২৯৩৪০০৬৯৫১ ফখরুল ইসলাম মাহমুদ (ছেলে)।
*বিকাশ ও যোগাযোগ নম্বর-০১৬৭৬০২৯৪৬১।
আরও পড়ুন